পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে শাহাদত হোসেন (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে তার মৃত্যু হয়।
নিহত শাহাদত সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।
সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনছুর আলম পিন্চু জানান, বুধবার সকালে শাহাদত হোসেন সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের যশমন্তপুর গ্রামে জমিতে পেঁয়াজ তুলতে যান। দুপুর ১২টার দিকে বৃষ্টির সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই শাহাদত হোসেন মারা যান।
Spread the love