পাবনার ১৫ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে
পাবনা প্রতিনিধি: পাবনার দুইটি উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
কনকনে ঠান্ডা উপেক্ষা করে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তৎপর রয়েছেন আইনশৃংখলা বাহিনী।
পঞ্চম ধাপের এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে দেখা গেছে ভোটারদের। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে রয়েছে ভোটারদের দীর্ঘ লাইন। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি আরো বাড়তে থাকে।
এদিকে বেড়া উপজেলার ২টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত দুজন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন
Spread the love