পাবনার ৫টি আসনেই নৌকার প্রার্থীদের জয়জয়কার

নিজস্ব প্রতিবেদক, পাবনা : রোববার অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ৫টি সংসদীয় আসনের সবক’টিতেই আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ভোট গণনা শেষে রাত ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার মো: জসিম উদ্দিন।

ঘোষিত ফলাফলে পাবনা-১ আসনে (সাঁথিয়া উপজেলা ও বেড়া উপজেলার আংশিক) ১২০টি কেন্দ্রের ফলাফলে আওয়ামীলীগ প্রার্থী শামসুল হক টুকু (নৌকা) ২ লাখ ৮১ হাজার ৩৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ (ধানের শীষ) পেয়েছেন ১৫ হাজার ৪৪৮ ভোট।

পাবনা-২ আসনে (সুজানগর উপজেলা ও বেড়া উপজেলার আংশিক) ১০৩টি কেন্দ্রের চুড়ান্ত ফলাফলে আওয়ামীলীগ প্রার্থী আহমেদ ফিরোজ কবির (নৌকা) ২ লাখ ৪২ হাজার ৬৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী সেলিম রেজা হাবিব (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ৩৮৩ ভোট।

পাবনা-৩ আসনে ১৭১ কেন্দ্রের চুড়ান্ত ফলাফলে আওয়ামীলীগ প্রার্থী মকবুল হোসেন (নৌকা) ২ লাখ ৮৪ হাজার ৭৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী কে এম আনোয়ারুল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ৫৮ হাজার ৬২৩ ভোট।

পাবনা-৪ আসনে ১২৯ কেন্দ্রের চুড়ান্ত ফলাফলে আওয়ামীলীগ প্রার্থী শামসুর রহমান শরীফ ডিলু (নৌকা) ২ লাখ ৪৯ হাজার ৫৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব (ধানের শীষ) পেয়েছেন ৪৮ হাজার ৮২২ ভোট।

পাবনা-৫ আসনে ১৪৪টি কেন্দ্রের চুড়ান্ত ফলাফলে ৩ লাখ ২১ হাজার ৪৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের প্রার্থী গোলাম ফারুক প্রিন্স (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ২০ দলীয় জোটের প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোহাম্মদ ইকবাল হোসাইন (ধানের শীষ) পেয়েছেন ২০ হাজার ৬৩৬ ভোট।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!