পাবনার ৫টি আসনে ইসলামী আন্দোলন প্রার্থীদের নাম ঘোষন
নিজস্ব প্রতিবেদক, পাবনা : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পাবনা ৫টি আসনের প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশে পাবনা জেলা শাখার সভাপতি মুফতি নাজমুল হাসানের সভাপতিত্বে সোমবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন প্রার্থীদের নাম ঘোষনা করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাং) মুফতি মতিন, পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) ইউনুস আলী, পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আব্দুল মোত্তালিব, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) মাওলানা আব্দুল জলিল ও পাবনা-৫ (সদর) আসন থেকে অধ্যাপক আরিফ বিল্লাহ প্রতিদ্বন্দিতা করবেন।
Spread the love