পাবনার ৫টি আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনার ৫টি আসনে সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট দিতে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে। শীতের তীব্রতা থাকায় সকালের দিকে ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কিছুটা কম দেখা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটকেন্দ্র বাড়ছে ভোটারের উপস্থিতি। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শান্তিপুর্নভাবে ভোটগ্রহণে প্রতিটি ভোট কেন্দ্রে প্রশাসনের তরফ থেকে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ মিলিয়ে মোট ১১ হাজার ২৫৬ জন সদস্য নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।
পাবনার ৫টি আসনে মোট ভোটার ১৮ লাখ ৭৮ হাজার ৩৩৫ জন। মোট ভোট কেন্দ্র ৬৬৭টি। নৌকা-ধানের শীষের প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২৬ জন প্রার্থী।

পাবনার ৫টি আসন মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা কছেন তারা হলেন,
পাবনা-১ সুজানগর-বেড়া (আংশিক) : প্রার্থী ৮জন প্রার্থী
অ্যাডভোকেট শামসুল হক টুকু (নৌকা) আওয়ামী লীগ।
অধ্যাপক আবু সাইয়িদ (ধানের শীষ) ঐক্যফ্রন্ট
নাজিবুর রহমান ( আপেল) স্বতন্ত্র।
আব্দুল মতীন (হাতপাখা) ইসলাম আন্দোলন বাংলাদেশ।
শাখাওয়াত হোসেন (আম) ন্যাশনাল পিপল্স পার্টি (এনপিপি)।
শরিফুল ইসলাম (ফুলের মালা) তরিকত ফেডারেশন।
মো: জুলহাস নাইন (কোদাল) গণসংহতি পার্টি।
সরদার শাজাহান (লাঙ্গল) জাতীয় পার্টি।

পাবনা-২ সাঁথিয়া-বেড়া (আংশিক) ৪ জন প্রাথী।
আহমেদ ফিরোজ কবির (নৌকা) আওয়ামী লীগ।
সেলিম রেজা হাবিব (ধানের শীষ) বিএনপি
ইউনুছ আলী (হাতপাখা) ইসলাম আন্দোলন বাংলাদেশ।
শামসুর রহমান (ফুলের মালা)।

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে ৫ জন প্রার্থী।
মকবুল হোসেন (নৌকা) আওয়ামী লীগ।
কেএম আনোয়ারুল ইসলাম (ধানের শীষ) বিএনপি
আব্দুল মুত্তালিব (হাতপাখা) ইসলাম আন্দোলন বাংলাদেশ।
খায়রুল আলম (কবুতর) গণতন্ত্রী পার্টি
হাসাদুল ইসলাম রাজা (সিংহ) স্বতন্ত্র প্রার্থী।

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে ৪ জন প্রার্থী।
শামসুর রহমান শরীফ (নৌকা) আওয়ামী লীগ।
হাবিবুর রহমান হাবিব (ধানের শীষ) বিএনপি
মাওলানা আব্দুল জলিল (হাতপাখা) ইসলাম আন্দোলন বাংলাদেশ।
আব্দুর রশিদ শেখ (আম) ন্যাশনাল পিপল্স পার্টি (এনপিপি)।

পাবনা-৫ (সদর) আসনে ৫ জন প্রার্থী।
গোলাম ফারুক প্রিন্স (নৌকা) আওয়ামী লীগ।
মাওলানা ইকবাল হুসাইন (ধানের শীষ) ঐক্যফ্রন্ট
অধ্যাপক মো: আরিফ বিল্লাহ (হাতপাখা) ইসলাম আন্দোলন বাংলাদেশ।
আব্দুল কাদের (লাঙ্গল) জাতীয় পার্টি।
আবু দাউদ (আম) ন্যাশনাল পিপল্স পার্টি (এনপিপি)।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!