পাবনার ৫টি আসনে ২৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক, পাবনা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ৫টি আসনে ২৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার জেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

পাবনা জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন জানান, পাবনার ৫টি আসনের মধ্যে পাবনা-১ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। তারা হলেন, অ্যাডভোকেট শামসুল হক টুকু (নৌকা), অধ্যাপক আবু সাইয়িদ (ধানের শীষ), নিজামী পুত্র নাজিবুর রহমান ( আপেল), আব্দুল মতীন (হাতপাখা), শাখাওয়াত হোসেন (আম), শরিফুল ইসলাম (ফুলের মালা), মো: জুলহাস নাইন কোদাল), সরদার শাজাহান (লাঙ্গল)।

পাবনা-২ আসনে ৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। তারা হলেন, আহমেদ ফিরোজ কবির (নৌকা), সেলিম রেজা হাবিব (ধানের শীষ), ইউনুছ আলী (হাতপাখা), শামসুর রহমান (ফুলের মালা)।

পাবনা-৩ আসনে নে ৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। তারা হলেন, মকবুল হোসেন নৌকা, কেএম আনোয়ারুল ইসলাম (ধানের শীষ), আব্দুল মুত্তালিব (হাতপাখা), খায়রুল আলম (কবুতর)।

পাবনা-৪ আসনে নে ৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। তারা হলেন, শামসুর রহমান শরীফ (নৌকা), হাবিবুর রহমান হাবিব (ধানের শীষ), মাওলানা আব্দুল জলিল (হাতপাখা), আব্দুর রশিদ শেখ (আম)।

পাবনা-৫ আসনে নে ৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। তারা হলেন, গোলাম ফারুক প্রিন্স (নৌকা), মাওলানা ইকবাল হুসাইন (ধানের শীষ), অধ্যাপক মো: আরিফ বিল্লাহ (হাতপাখা), আব্দুল কাদের (লাঙ্গল), আবু দাউদ (আম)।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!