পাবনার ৫৫১ শ্রমজীবি পরিবারের মধ্যে স্কয়ারের খাদ্য সামগ্রী বিতরণ
পিপ (পাবনা): দেশের অন্যতম শিল্প গ্রুপ স্কয়ারের সহযোগিতায় ধারাবাহিক খাদ্য সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পাবনা জেলা যুবলীগ গতকাল বুধবার সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের আরো ৫৫১টি করোনায় ক্ষতিগ্রস্থ শ্রমজীবি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেছে।
সকালে ইউনিয়নের সানিকদিয়ার শেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি এবং যুগ্ম আহবায়ক শিবলী সাদিকের তত্বাবধায়নে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক হাজী শরীফসহ স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ।
স্কয়ার গ্রুপের সহযোগিতায় জেলা যুবলীগ পাবনা পৌর এলাকাসহ সদর উপজেলার ৮টি ইউনিয়নে এ পর্যন্ত প্রায় ১৫ হাজার করোনায় কর্মহীন পরিবারের মধ্যে পৌছে দিল খাদ্য সামগ্রী।
Spread the love