পাবনার ৮টি উপজেলায় শান্তিপুর্ন ভোট গ্রহণ সম্পন্ন ; গননা চলছে

নিজস্ব প্রতিবেদক, পাবনা : উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এখন চলছে ভোট গণনা। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত। তবে ভোট কেন্দ্র ও এর আশপাশে উৎসবমুখর পরিবেশের দেখা মেলেনি। ভোটারের উপস্থিতিও খুব কম লক্ষ্য করা গেছে। ভোট কেন্দ্রে নেই ভোটারের সেই দীর্ঘ লাইন।
শান্তিপুর্ন ভোটগ্রহণে প্রশাসনের তরফ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পাবনা জেলায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে ৩৮ জন ম্যাজিস্ট্রেট ১,৭৩২ জন পুলিশ সদস্য, ৬,২৭২ জন আনসার-ভিডিপি সদস্য এবং বিজিবি ১৭ প্লাটুন (৩৯৫ জন)। এছাড়াও প্রতিটি উপজেলায় জোরদার করা হয়েছে র‌্যাবের টহল।
পাবনার ৮টি উপজেলায় চেয়ারম্যান পদে ২৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ১৪ লাখ ৪৩ হাজার ৮৬৩ জন ভোটার ৫২৩টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর আগে ২ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!