পাবনাসহ দেশের ১২টি জেলায় নতুন জেলা প্রশাসক
ডেস্ক রিপোর্ট : পাবনাসহ দেশের ১২টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। এবার প্রথমবারের মতো ২৪তম বিসিএস কমকর্তাদের ডিসি নিয়োগ করা হলো।
পাবনা, খুলনা, ফেনী, শেরপুর, ঠাকুরগাঁও, পটুয়াখালী, মানিকগঞ্জ, পঞ্চগড়, নরসিংদী, সাতক্ষীরা, মুন্সিগঞ্জ ও নাটোরে নতুন জেলা প্রশাসকরা নিয়োগ পেয়েছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদকে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলীপূর্বক নিয়োগ করা হয়েছে।
অপরদিকে, বিশ্বাস রাসেল হোসেনকে পাবনার জেলা প্রশাসক হিসেবে বদলীপূর্বক নিয়োগ করা হয়েছে। তিনি এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) ছিলেন।
উল্লেখ্য, কবীর মাহমুদ ২০১৯ সালের ২৩ জুন পাবনার জেলা প্রশাসক হিসেবে যোগ দেন। দুই বছর তিনি পাবনার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করলেন।