পাবনাসহ সাত জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ
নিজস্ব প্রতিবেদক : পৌষের শুরুতেই শীতে কাঁপছে পাবনাসহ সাত জেলা। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহওয়া অধিদপ্তর বলছেন, আজ সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙায়। আর ঈশ^রদীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে আগামী শনিবার পর্যন্ত তাপমাত্রা আরো কমবে।
হালকা কুয়াশার সঙ্গে বইছে উত্তরের ঠাণ্ঠা বাতাস। ঘণ্টায় মাত্র আট কিলোমিটার বেগে বয়ে চলা হিমেল হওয়ায় কুপোকাত মানুষ।
এতে বেশী দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের শ্রমজীবীরা। হঠাৎ শুরু হওয়া ঠান্ডায় কাবু হয়ে পড়েছে মানুষ। শীত কাপড়ের অভাবে সবচেয়ে বেশী কষ্টে আছেন চরঅঞ্চলের ছিন্নমূল মানুষেরা।
আবহাওয়া অফিস জানায়, চুয়াডাঙ্গা, ঈশ্বরদী, পাবনা, নীলফামরী, কুড়িগ্রাম, নওগাঁ, রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে।
২১ ডিসেম্বর পর্যন্ত বাড়বে শীত। ২২ তারিখ থেকে কয়েক দিন শীতের প্রকোপ কিছুটা কমবে। তবে আবারো বাড়বে ডিসেম্বরের শেষ ও জানুয়ারির শুরুতে।