পাবনায়দুইদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
এস এম আলম, ২৩ মে: বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহউপলক্ষে পাবনায় জেলাপ্রশাসনের উদ্যোগেশুরুহয়েছে দুইদিনব্যাপীবিজ্ঞান ও প্রযুক্তি মেলা। সকালে পাবনাকালেক্টরেটপাবলিক স্কুল এন্ড কলেজে এ মেলারউদ্বোধনকরেন জেলাপ্রশাসকবিশ্বাসরাসেল হোসেন।পরে স্কুলঅডিটরিয়ামেইন্টারনেট আসক্তির ক্ষতিনিয়েঅনুষ্ঠিত হয় সেমিনার।
সেমিনারে বক্তব্য দেন পুলিশসুপারআকবরআলীমুন্সী, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিবজিতনাগ ও অতিরিক্ত জেলাপ্রশাসকশিক্ষা ও আইসিটিমাহফুজাসুলতানা।পরেবিজ্ঞানবিষয়কউপস্থিত বক্তৃতা, কুইজপ্রতিযোগিতা ও বৈজ্ঞানিকপ্রকল্পপ্রদর্শন ও বিজয়ীদেরমধ্যে পুরস্কার বিতরনকরা হয়।
Spread the love