পাবনায় অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি : প্রায় ৩০ বছর প্রচেষ্টার পর বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতি পাবনা জেলা কমিটির বার্ষিক সাধারন সভার মাধ্যমে শনিবার (১৬ নভেম্বর) গঠন করা হয়েছে। পাবনাস্থ ইভিনিং টাচ চাইনিজ রেষ্টুরেন্ট্রে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ মাষ্টার।

বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির পাবনা জেলা কমিটি নিম্নরূপ : উপদেষ্ঠা : ৭ জন। উপদেষ্ঠা পরিষদের সদস্যরা হলেন-১। আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন চেয়ারম্যান, মেসার্স মুক্তা রাইচ মিল, বিসিক, পাবনা। ২। আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাষ্টার, মেসার্স টিটো রাইচ মিল, সিংগা, পাবনা। ৩। আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ, বিশ্বাস, মেসার্স হাজি রাইচ মিল, আরিফপুর, পাবনা।৪। মোঃ ইমদাদুল হক, ইফসা এন্টার প্রাইজ, বহরপুর, দাশুড়িয়া, ঈশ্বরদী। ৫। মোঃ এস,এম শহিদুল ইসলাম, তন্নি এন্টার প্রাইজ, দাশুড়িয়া, ঈশ্বরদী।৬। আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন ফকির, মেসার্স ফকির অটো রাইচ মিল, ঈশ্বরদী। ৭। আলহাজ্ব মোঃ ফজলুর রহমান ফকির, মেসার্স ফজলুর রহমান ফকির রাইচ মিল, বেড়া।

সম্মেলনে উপস্থিত জেলার সকল উপজেলার মিলারদের সমর্থন ও সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কার্য্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হন মোঃ ইদ্রিস আলী বিশ্বাস, মেসার্স বিশ্বাস রাইচ মিল, বিসিক, পাবনা ও সাধারন সম্পাদক নির্বাচিত হন মোঃ ফজলুর রহমান মালিথা, মালিথা চাউল কল, বড়ইচারা, ঈশ্বরদী।

কমিটির অন্যান্য নির্বাহী সদস্যরা হলেন- ৩। সহ-সভাপতি-মোঃ শামছুর রহমান মানিক, মেসার্স হাবিবা রাইচ মিল, পাবনা । ৪। মোঃ রবিউল ইসলাম রবি, মেসার্স এ, আর, ইস্পেশালিষ্ঠ অটো রাইচ মিল, বিসিক, পাবনা। ৫। যুগ্ন সাধারন সম্পাদক- মোঃ শরিফুজ্জামান বিডন মোল্লা,এস,এম চাউল কল, ভেলুপাড়া, ঈশ্বরদীা। ৬। মোঃ শাহাব উদ্দিন শিমা, দুতি চাউলকল, ভেলুপাড়া, ঈশ্বরদী। ৭। সাংগঠনিক সম্পাদক -মোঃ তৌফিকুর জামান রতন, রতন ট্রেডার্স, মানিকনগর, ঈশ্বরদী। ৮। সহ-সাংগঠনিক সম্পাদক-মোঃ তহিদুল হোসেন পলাশ, মেসার্স পলাশ রাইচ মিল, আরিফপুর, পাবনা। ৯। কোষাধ্যক্ষ-মোঃ জাহাঙ্গির আলম সবুজ, রহমত এন্টার প্রাইজ এন্ড এগ্রোফুড, বড়ইচারা, ঈশ্বরদী। ১০। দপ্তর সম্পাদক-শেখ তারেক রহমান, মেসার্স তারেক রাইচ মিল, আরিফপুর, পাবনা। নির্বাহী সদস্য-১। আলহাজ শামসুল আলম, সম্পদ ট্রেডার্স, বড়ইচারা মিরকামারী, ঈশ্বরদী। ২। শেখ হেলাল উদ্দিন, মেসার্স পাপ্পু রইচ মিল, টেবুনিয়া, পাবনা। ৩। মোঃ তরিকুল ইসলাম-মেসার্স ইসলাম এন্ড ব্রাদার্স, টেবুনিয়া। পাবনা। ৪। আলহাজ্ব মজিবর হোসেন মোল্লা, মজিবর রহমান এন্ড ব্রাদার্স চাউলকল, ঈশ্বরদী। ৫। মোাঃ জুলমত হায়দার, হাইদার ট্রেডার্স, ঈশ্বরদী। ৬। মোঃ আসলাম উদ্দিন মল্লিক, মল্লিক এগ্রোফুড, দাশুড়িয়া, ঈশ্বরদী। ৭। আলহাজ্ব মোঃ আমজাদ দেওযান, দেওয়ান চাউলকল দাশুড়িয়া, ঈশ্বরদী। ৮। আলহাজ্ব মোঃ সাইদার রহমান মেসার্স পূর্বালী চাউলকল, নওদাপাড়া, ঈশ্বরদী । ৯। মোঃ শুকুর আলী, মেসার্স শুকুর আলী রাইচ মিল, ধরবিলা, পাবনা ১০। আবুল হোসেন, মেসার্স রোকেয়া রাইচ মিল, টেবুনিয়া। ১১। মোহাম্মদ আলী, মেসার্স গণি ফুড ইন্ডাষ্ট্রিজ, পাবনা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!