পাবনায় অনিবাবু হত্যা মামলা পূর্ণরায় তদন্তের দাবীতে সংবাদ সন্মেলন
জিয়া্পউল হক রিপন, পাবনা : পাবনার আতাইকুলার দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের ৮র্ম শ্রেণির ছাত্র আশিক মাহমুদ অনি বাবু হত্যার প্রতিবাদ,প্রকৃত আসামীদের আইনের আওতায় এনে বিচারের দাবীতে ও আদালতে দাখিলকৃত চার্জশিট প্রত্যাহার করে সংবাদ সন্মেলন করেছে নিহত অনি বাবুর পরিবার।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে নিহত অনি বাবুর পিতা বলেন, পুলিশ প্রকৃত আসামীদের গ্রেফতার না করে ও মামলা সঠিক ভাবে তদন্ত না করে তড়িঘরি করে আদালতে চার্জশিট দাখিল করেছে। সংবাদ সন্মেলনে নিহত অনিবাবুর পরিবার মামলাটি পূর্ণরায় তদন্তের দাবী জানান।
উল্লেখ্য গেল বছরের ২৬ নভেম্বর দুবলিয়া বাজার থেকে বাড়ি যাবার পথে নিখোঁজ হয় অনিবাবু এর চার দিন পর দুবলিয়া পুলিশ ফাঁড়ির অদূরে একটি আমবাগানের মাটির নীচ থেকে অনির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
Spread the love