পাবনায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন
পাবনা প্রতিনিধি : অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২১ মৌসুমে পাবনা সদর খাদ্য গুদামে ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর এলএসডি প্রাঙ্গণে প্রধান অতিথির হিসেবে বোরো ধান সংগ্রহের উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
এসময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান রশিদ হুসাঈনী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শহিদুল হক, সদর এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা পারভীন, নুরপুর এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শহিদুল হক জানান, এ মৌসুমে সদর উপজেলার ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১ হাজার ৩৩৭ মেট্রিক টন। প্রতি কেজি সংগ্রহ মূল্য ২৭ টাকা। ধান সংগ্রহ চলবে ১৬ আগষ্ট ২০২১ পর্যন্ত।