পাবনায় আওয়ামীলীগ কর্মীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
পাবনা প্রতিনিধি : পাবনায় আওয়ামীলীগ কর্মী আমিরুল হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।
সোমবার দুপুরে জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বেড় হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে মরদেহ আনতে যাই। মিছিল শুরুর আগে এক সংক্ষিপ্ত পথসভায় হত্যাকারীদের বিচারের দাবী জানিয়ে বক্তব্য দেন, পাবনা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট আহাদ আলী বাবু, পৌর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট তসলিম হাসান সুমন, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ রাসেল আলী মাসুদ, সরকারী শহীদ বুলবুল কলেজের সাবেক ভিপি আজিজসহ অনেকে।
উল্লেখ্য যে, গেল রোববার রাতে সদর উপজেলার ভাড়ারায় আমিরুলকে গুলি করে হত্যা করে দূর্বত্তরা।
Spread the love