পাবনায় আওয়ামী লীগের উদ্যোগে শেখ রাসেল এর জন্মবার্ষিকী পালন
মিজান তানজিল : পাবনা পাবনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৫তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ রাসেল এর ৫৫তম জন্মবার্ষিকী পালন করা হয়। জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে জন্মদিনের কেককাটেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।
এ সময় জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Spread the love