পাবনায় আগামী বৃহস্পতিবার ইজতেমা শুরু
পিপ (পাবনা) : প্রতি বছরের ন্যায় এবারও পাবনা শহরের উপকন্ঠ মহেন্দ্রপুর কবিরপুরে আয়োজন করা হয়েছে জেলা ইজতেমার। আগামী বৃহস্পতি শুক্র ও শনিবার এই ইজতেমা অনুষ্ঠিত হবে। শনিবার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষৈ মাঠের প্রস্তুতি দেখতে গতকাল মঙ্গলবার ইজতেমার মাঠ পরিদর্শন করেন পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সিনিয়র সহ-সভাপতি এবং পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস (সনি)। পাবনা জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শিবলী সাদিক, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন বাবু, এমএইচ ইসলাম হিমেল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ ছাত্রলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
Spread the love