পাবনায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন
মিজান তানজিল, পাবনা: “দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পাবনায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে পাবনা জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। পরে প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক কবীর মাহমুদ।
বক্তব্য কালে তিনি বলেন, বাংলাদেশের বেকার জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তর করতে হবে। সে জন্য কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে জেনে বুঝে বিদেশে যেতে হবে। আর প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই-ই মিলবে। সেই সাথে দেশে বৃদ্ধি পাবে বৈদেশিক মুদ্রা অর্জন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিঃ এস এম ইমদাদুল হক, সাংবাদিক আবদুল হামিদ, পাবনা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান খান, জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন প্রমুখ। এসময় জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আখলাক- উজ-জামান।