পাবনায় আরও ১১শ শ্রমজীবী পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেছে স্কয়ার
পিপ (পাবনা) : স্কয়ার গ্রুপের সহাযোগিতায় পাবনা পৌরসভা করোনায় কর্মহীন আরও ১১শ শ্রমজীবী পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেছে। গতকাল রোববার পাবনা পৌরসভার নারী কাউন্সিলরদের তত্বাবধায়নে পাবনা জেলা স্কুল মাঠে পৌর এলাকার সকল ওয়ার্ডের শ্রমজীবী পরিবারকে এ সহায়তা দেয়া হয়। সকালে এ কার্যক্রম পরিদর্শন করেন স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর মহাসচিব আব্দুল মতীন খান, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক হাজী শরীফ ও সরকারী এডওয়ার্ড কলেজের সাবেক জিএস হাসানুর রহমান রনিসহ স্থানীয় নারী কাউন্সিলর বৃন্দ।
এ ছাড়া স্কয়ার গ্রুপ করোনা সংকটকালে ধারাবাহিক খাদ্য সহযোগিতার অংশ হিসেবে পাবনা পৌর এলাকাসহ জেলার তৃনমুলের একটি বিশাল জনগোষ্ঠিকে খাদ্য সহায়তা দিয়ে আসছে। স্কয়ার গ্রুপ করোনা সংকটকালে ধারাবাহিক খাদ্য সহযোগিতার অংশ হিসেবে পাবনা পৌর এলাকাসহ জেলার তৃনমুলের একটি বিশাল জনগোষ্ঠিকে খাদ্য সহায়তা দিয়ে আসছে।