পাবনায় আরো একজনের করোনা সনাক্ত ; এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১১
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনার আরো একজনের করোনা পজেটিভ এসেছে। রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় পাবনার একটি করোনা পজেটিভ সনাক্ত হয়।
পাবনার সিভিল সার্জন ডাক্তার মেহেদী ইকবাল এ তথ্য নিশ্চিত করে জানান, তার বাড়ি পাবনার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর ইউনিয়নের খলিশাদহ গ্রামে। তার বয়স ৩৭ বছর। তিনি ঢাকা থেকে গত ২৭ এপ্রিল বাড়িতে আসেন। তার মধ্যে করোনার তেমন কোনো উপসর্গ নাই। তারপরও সন্দেহবশত গত ২৯ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। যেহেতু তার করেনো পজেটিভ এসেছে, সেকারণে তিনি এখন হোম আইসোলেশন এ থাকবেন।
এ নিয়ে পাবনায় মোট ১১ জন করোনা আক্রান্ত হলেন। এর আগে পাবনা সদর উপজেলায় ৩ জন, চাটমোহর উপজেলায় ৩ জন, ভাঙ্গুড়া উপজেলায় ২ জন, সাঁথিয়া উপজেলায় ১ জন ও সুজানগর উপজেলায় ১ জন করোনা আক্রান্ত হয়।
Spread the love