পাবনায় আরো ১৯ জনের করোনা সনাক্ত

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনায় আরো ১৯ জনের করোনা সনাক্ত হয়েছে। পাবনার সিভিল সার্জন ডাক্তার মেহেদী ইকবাল শুক্রবার (০৫ জুন) সন্ধায় এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তর মধ্যে সদরে ৯, সুজানগরে ৫, ঈশ্বরদীতে ৩ ও আটঘরিয়ায় ২জন রয়েছে।
পাবনার সিভিল সার্জন ডাক্তার মেহেদী ইকবাল জানান, পাবনা সদর শাহানা ৫০, রবীন্দ্রনাথ ৫৫, রাকেশ কুমার ৩২, মুস্তারী আক্তার ২৮, অজয় রায় ৫৮, নাজিম উদ্দীন ৫০, কামরুজ্জামান ৪৩, আশিক ২৭, মন্টু ২৯৷ সুজানগর দুলাল শিকদার ৩৫, আলমগীর হোসেন ৪৮, সাইদুল আলম ৫০, রফিকুল ইসলাম ৪৫, পলি ২২ মারা গেছেন৷ আটঘরিয়া রেজাউল ৪৫, মারফ ৩৮, মারা গেছেন৷ ঈশ্বরদী বদিউল আলম ৬১, রাকিব হোসেন ১৯, মাজহারুল ২৮৷ কোন ঠিকানা দিতে পারেন নাই

উল্লেখ্য, এ নিয়ে পাবনায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭২ জনে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!