পাবনায় আশুরার শোক মিছিল অনুষ্ঠিত
পাবনা প্রতিনিধি: পাবনায় আশুরার শোক মিছিল অনুষ্টিত হয়েছে। আজ মঙ্গলবার (০৯আগস্ট) সকালে আঞ্জুমান-ই-ক্বাদেরীয়া চর-গোবিন্দপুর আয়োজনে ইমাম হুসাইন (আ:) মসজিদের সামনে এক বিশাল শোক মিছিল বের হয়।মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ইমাম হোসাইনের ভক্ত অসংখ্য নারী-পুরুষ ও শিশুরা শোক মিছিলে অংশগ্রহণ করেছেন। প্রায় সবার গায়ে কালো পোশাক, খালি পা আর মাথায় আরবিতে ‘লা-ইলাহা ইল্লাহ’ লেখা ফিতা নিয়ে মিছিলে অংশ গ্রহন করে। মিছিলটি পুণরায় এই স্থানে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত হয় পথসভা। এসময় বক্তব্যদেন আঞ্জুমান-ই-ক্বাদেরীয়া চর-গোবিন্দপুর কমিটির সভাপতি গোলাম মোস্তোফা, সাধারণ সম্পাদক আলতাব মল্লিক প্রমুখ।
Spread the love