পাবনায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
পাবনা প্রতিনিধি : পাবনায় আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে বকুল শেখ নামের এক ইউপি সদস্য ও স্থানীয় আ:লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
আজ শুক্রবার সন্ধা সাড়ে ৬টার দিকে পাবনার দক্ষিণ রাঘবপুরে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত বকুল শেখ (৪৫) সদর উপজেলার দোগাছি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ও স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ছিলেন।
সদর সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা মো: নাছিম আহমেদ জানান, এলাকায় আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় মোকলেস ও বকুল গ্রুপের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬ টায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষরা বকুলকে কুপিয়ে গুরুত্বর আহত করে। এসময় স্থানীয়রা গুরুত্বর অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
Spread the love