পাবনায় ইছামতি নদী পাড়ে বসতিদের উচ্ছেদ না করার দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনায় ইছামতি নদী পাড়ের বৈধ বসতিদের উচ্ছেদ না করার দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার সকালে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে ইছামতি নদী পাড়ের বৈধ বসতিদের স্বার্থ সংরক্ষণ কমিটি। মানববন্ধনে নদীপাড়ের নানা শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করে।
এ সময় বক্তারা বলেন, গত ২৩ ডিসেম্বর থেকে ইছামতি নদী পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। কিন্তু অনেকের বৈধ কাগজপত্র থাকার পরও বেশকিছু স্থানে বড় বড় স্থাপনা ভেঙ্গে দেয়া হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছে অনেক পরিবার। এমন পরিস্থিতিতে বৈধ বসবাসকারীদের উচ্ছেদ না করার দাবি জানানো হয় মানববন্ধনে।
বক্তব্য দেন, ইছামতি নদী পাড়ের বৈধ বসতিদের স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি মাসুদুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আল মাসুদ রিজভি ম্যাক্সিম, অ্যাডভোকেট নাজমুল আলম শাহীন সহ অনেকে।