পাবনায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে বই উৎসব
নিজস্ব প্রতিবেদক, পাবনা : বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাত লাখ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়ার মধ্য দিয়ে পাবনায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে বই উৎসব।
আজ মঙ্গলবার (১ জানুয়ারি ২০১৯) সকালে পাবনা জেলা স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাবনায় বই উৎসবের কার্যক্রম শুরু করেনা জেলা প্রশাসক জসিম উদ্দিন।
এ সময় ‘নতুন বছরের নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন’ শ্লোগানে স্কুল প্রাঙ্গণ মুখরিত করে তোলে শিক্ষার্থীরা।
পাবনা জেলা স্কুলের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিনের সভাপতিত্বে বই উৎসবের অনুষ্ঠানে জেলা প্রশাসন, শিক্ষা বিভাগের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা শিক্ষা অফিস জানায়, বই উৎসবে একযোগে জেলার ১ হাজার ৬৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭ লাখ ৫৭ হাজার শিক্ষার্থীর মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে।
Spread the love