পাবনায় এবারে এসএসসিতে ৬ শতাধিক জিপিএ-৫ পেয়েছে
পিপ (পাবনা) : পাবনায় এবারের এসএসসি পরীক্ষায় প্রায় ৬ শ’ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। সাফল্যের ধারাবাহিকতায় এবারও এসএসসি পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে পাবনা ক্যাডেট কলেজ। স্কয়ার হাইস্কুলও প্রশংসনীয় ফলাফল করেছে।
সেরা ফলাফলের তালিকায় রয়েছে পাবনা জেলা স্কুল, সরকারি বালিকা বিদ্যালয়, পাবনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। পাবনা ক্যাডেট কলেজ থেকে ৫৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই জিপিএ-৫ লাভ করেছে। পাশের হার শতভাগ।
পাবনা স্কয়ার হাইস্কুল থেকে ২৯ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ অর্জন করেছেন। পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজও বরাবারের মত এবারেও শতভাগ সাফল্য অর্জন করে চমক দেখিয়েছে। এ প্রতিষ্ঠান থেকে ১১৮ জন পরীক্ষা দিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে।
এদের মধ্যে জিপিএ -৫ পেয়েছেন ৫৬ জন। পাবনা জেলা স্কুল থেকে ২৪৯ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ২১৫ জন। পাশের হার শতভাগ। পাবনা সরকারি বালিকা বিদ্যালয় থেকে ২৫৬ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ২০৬ জন।
পাশের হার শতভাগ। এছাড়া জেলার বিভিন্ন উপজেলার অন্যান্য স্কুল থেকে আরো শতাধিক শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।