পাবনায় ওবায়দুল কাদের রোগ মুক্তি কামনায় দোয়া
নিজস্ব প্রতিবেদক : পাবনায় সড়কপরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসক সম্মেলন কক্ষে এ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন ফিরোজ খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসিম উদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাফিউল ইসলাম, এএসপি হেডকোয়ার্টার ফিরোজ কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোকলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহেদ পারভেজ, স্থানীয় সরকার প্রকৌশলের পাবনার নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, সড়ক ও জনপদ বিভাগ পাবনার নির্বাহী প্রকৌশলী সমীরণ রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, জেলা ট্রাক মালিক গ্রুপ এর সভাপতি শামসুল আলম মানিক সহ অন্যান্য ব্যক্তিবর্গ।