পাবনায় কমিউনিটি ব্যাংক এটিএম বুথ ও সার্ভিস ডেস্ক উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক : পাবনায় এই প্রথম উদ্বোধন করা হলো কমিউনিটি ব্যাংক এটিএম বুথ ও সার্ভিস ডেস্ক এর। আজ সকালে পাবনা পুলিশ লাইনস এটিএম বুথ ও সার্ভিস ডেস্ক এর উদ্বোধন করেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম।
এ সময় পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আরাফাত লেনিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এটিএম বুথ ও সার্ভিস ডেস্ক থেকে শুধু পুলিশ বাহিনীর সদস্যরাই নয়। যে কোন নাগরিক এখানে একাউন্ট খুলে গ্রাহক হিসেবে সেবা গ্রহন করতে পারবে বলে জানান আয়োজকেরা।
Spread the love