পাবনায় করোনা প্রতিরোধে জীবানুনাশক ও মশক নিরোধক স্প্রে
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনায় করোনা প্রতিরোধে ও মশক নিধনে পৌর এলাকার বিভিন্ন সড়ক ও মহাসড়কে জীবানুনাশক ও মশক নিরোধক স্প্রে করেছে পাবনা পৌরসভা।
রোববার সকালে শহরের আব্দুল হামিদ সড়ক, হাসপাতাল সড়ক, বড়বাজার, রূপকথার গলি, নিউমার্কেট বিভিন্ন এলাকায় ও সকল পয়:বর্জ্য নিস্কাশন ড্রেন, নালা ও ম্যানহোলে জীবানুনাশক ছিটানো হয়।
এছাড়াও মশার বংশবিস্তার রোধে পয়:বর্জ্য নিস্কাশন ড্রেন, নালা ও ম্যানহোলে মশক নিরোধক স্প্রে করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র কামরুল হাসান মিন্টু সহ পাবনা পৌরসভার কর্মকর্তাবৃন্দ ও কাউন্সিলর বৃন্দ ।
Spread the love