পাবনায় কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: পাবনায় জাপানে কেয়ারগিভার ও অন্যান্য পেশায় কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ নভেম্বর) সকালে পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আই এম জাপানের কান্টি পরিচালক মিঃ হোতা, পাবনার জেলা প্রশাসক জসিম উদ্দিন।
পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী এস.এম. ইমদাদুল হকের সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সংবাদ কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
Spread the love