পাবনায় কারখানায় অগ্নিকান্ড প্রায় ১২ লাখ টাকা ক্ষয়ক্ষতি
পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলা গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজারের একটি চিড়া ও মুড়ির কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে মেসার্স রিয়াদ চিড়া ও মুড়ি মিলে।
আজ রোববার বিকাল সোয়া চারটের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। পুরো দেড়ঘন্টায় আগুনে চোখের নিমিষে ভস্মিভূত হয় কারখানাতে থাকা বিপুল পরিমান উৎপাদিত পণ্য ও নষ্ট হয়ে যায় মুল্যবান যন্ত্রাংশ।
প্রথমে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে, পরবর্তিতে ফায়ার সার্ভিসের লোকবল দীর্ঘ সময় চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় তার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি এ দুর্ঘটনার কারনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন, যা কাটিয়ে ওঠা তার পক্ষে অনেকটাই অসম্ভব।
এঘটনায় পাবনা ফায়ার সার্ভিস’র সিনিয়র অফিসার জাকির হোসেন জানান, এলাকাবাসী ফায়ার সার্ভিসে ফোন করলে ঘটনা স্থানে একটি ইউনিট পৌঁছিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি, প্রথমিক ধারনা করা যাচ্ছে বৈদুতিক শর্টসাকিট’র কারণে অগ্নিকান্ডে সূত্রপাত ঘটতে পাড়ে।