পাবনায় কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দিলো ছাত্রলীগ
পাবনা প্রতিনিধি : করোনার মহামারি প্রতিরোধে ‘লকডাউন’ পরিস্থিতিতে শ্রমিক সংকটে বিপাকে পড়া কৃষকের ধান কেটে দিয়েছেন সাবেক পাবনা জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের আফুরিয়া গ্রামের প্রান্তিক কৃষক মোঃ রিপন হোসেনের এক একর জমির ধান কেটে ঘরে তুলে দেন তারা। দুঃসময়ে পাশে দাঁড়ানোয় নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চাষীরা।
জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রুমন নেতৃত্বে জেলা ছাত্রলীগের সহসভাপতি শাওন রেজা খান, সাবেক সহসভাপতি আবু সায়েম, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম সোহেল, পাবনা পৌর ২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ স্বাধীন হোসেন অংশ নেন।
এসময় নেতাকর্মিরা জানান, করোনা মহামারির কারণে সারা দেশের মত পাবনায়ও ধান কাটা নিয়ে শ্রমিক সংকটে পড়েছেন চাষীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় চাষীদের ধান কেটে দিতে পাশে থাকবে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।