পাবনায় ক্ষুদ্র ঋণ বিতরণ
মিজান তানজিল, পাবনা: পাবনা সদর উপজেলাধীন সকল ইউনিয়নের ১২৩ জন ক্ষুদ্রঋণ গ্রহীতাদের মাঝে ২৬ লক্ষ ৬৪ হাজার টাকা বিতরণ করেছেন জেলা আওয়ামালীগীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের আব্দুর রব বগা মিয়া মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় এ সকল সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন’র সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার হারুনুর রশিদের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোশারফ হোসেন,ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ^াস,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল ইসলাম,জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল,ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের আবু সাঈদ,আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার আতিয়ার হোসেন,মালিগাছা ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম শরিফ,গয়েশপুর ইউনিয়নের চেয়ারম্যান মুতাহার হোসেন মুতাই অন্যান্য ব্যক্তিবর্গ।