পাবনায় “খাদের নিরাপদতা” শীর্ষক এক আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক : ভোক্তা ও ক্রেতা উভয়ের স্বার্থ রক্ষা করে যে কোন মুল্যে নকল ও ভেজাল মুক্ত খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ খাদ্যে স্বয়ং সম্পুর্ন হয়েছে। মানুষের খাদ্যে নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এখন দরকার মান সম্মত এবং ভেজালমুক্ত খাবার। এ জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।
“খাদের নিরাপদতা” শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ সব কথা বলেন। পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় “খাদের নিরাপদতা” শীর্ষক মুল প্রবন্ধ উপস্থাপন করেন পাবনার নিরাপদ খাদ্য অফিসার শাকিলুজ্জামান। আলোচনা সভায় বক্তব্য রাখেন, পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, পাবনা প্রেসক্লাব ও ক্যাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মির্জা একে শহিদুল ইসলাম, ক্যাব সাধারণ সম্পাদক ও দৈনিক সিনসা সম্পাদক এসএম মাহবুব আলম, পাবনা জেলা হোটেল রেস্তরা মালিক সমিতির সভাপতি আবু ইসহাক শামীম, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাচ্চু প্রামানিক, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, পাবনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক আহমেদ হুমায়ুন কবীর তপু, জেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডা. মামুন, এনজিও পিসিডির কর্মকর্তাবৃন্দ।