পাবনায় গণধর্ষনের ঘটনায় ৫ জনকে আসামী করে থানায় মামলা
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনায় গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ৫ জনকে আসামী করে সদর মামলা হয়েছে। এদের মধ্যে আটক রাসেলকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বাকী আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ভিকটিমের ডাক্তারী পরিক্ষার জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাবনা সদর থানার ওসি তদন্ত আসাদুজ্জামান জানান, গত রাতে থানায় ৫জনকে আসামী করে একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং ৩৪। তিনি আরো জানায়, এই মামলার প্রধান আসামী রাসেলকে জিজ্ঞাসাবাদ চলছে। বাকী আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, পাবনা সদর উপজেলার সাহাপুর যশোদল গ্রামের এক নারীকে গত ২৯ আগষ্ট রাতে একই গ্রামের আকবর আলীর ছেলে রাসেল আহমেদ চার সহযোগীকে নিয়ে অপহরণ করে টানা চারদিন ধরে গণধর্ষন করে।
পরে গৃহবধূ বাদী হয়ে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযুক্ত রাসেলকে আটক করলেও মামলা নথিভুক্ত না করে ধর্ষিতাকে তার সাথে বিয়ে দিয়ে ঘটনা মিমাংসার চেষ্টা চালায়।
ধর্ষকের সাথে বিয়ের ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে পুলিশ ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হককে ব্যাখ্যা চেয়ে শোকজ নোটিশ প্রদান করে জেলা পুলিশ।