পাবনায় গৃহ প্রদান কার্যক্রম বিষয়ে মতবিনিময় ও প্রেস ব্রিফিং
পিপ (পাবনা) : আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার এই শ্লোগানে মুজিব বর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম বিষয়ে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক কবীর মাহমুদ’র সভাপতিত্বে বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খানসহ অন্যান্যরা। পাবনা জেলার ৯টি উপজেলা ১০৮৬টি ঘর, আগামী ২৩ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী সকাল ৯.৩০ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন গৃহহীন পরিবারেকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
পাবনা জেলা প্রশাসন সুত্রে জানা যায়, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে পাবনা জেলার ৯ উপজেলার ১ হাজার ৮৬ টি গৃহহীন পরিবার আশ্রয়ণ প্রকল্পে দুই শতক জমিসহ সেমি পাকাঘর পাবে। ইটের দেয়াল, কংক্রিটের মেঝে এবং রঙিন টিনের ছাউনি দিয়ে তৈরি দুইটি কক্ষের আবাসন। আরও থাকছে একটি রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা।ইতোমধ্যে ঘরগুলি নির্মাণকাজ প্রায় শেষ পর্য়ায়ে। পাবনা সদর উপজেলায় ৪৪৯, সাথিঁয়া ৩৭২, আটঘরিয়া ৮৫, ফরিদপুর ৫০, ঈশ্বরদী ৫০, চাটমোহর ৩০, সুজানগর ২০, বেড়া ২০ এবং ভাঙ্গুড়া উপজেলায় ১০ টি পরিবার এই স্বপ্নের নীড় পাবে।
পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার মুজিববর্ষে একটি মানুষও গৃহহীন থাকবে না ; এ ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে এই কার্যক্রম। প্রকৃত ভূমিহীন ও গৃহহীনরাই পাবেন এ ঘরগুলো। এর ফলে পরিবারগুলো পাবে সামাজিক মর্যাদা ও নতুন ঠিকানা। ঘর বরাদ্দে কোন ধরনের অনৈতিক সুযোগ-সুবিধা না নিতে পারে সে জন্য সঠিকভাবে তদারকি করা হচ্ছে। পাশাপাশি নির্মাণাধীন ঘরের কাজের মান শতভাগ ঠিক রাখতে প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে।