পাবনায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পাবনা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাবনায় দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পাবনা জেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ও ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলীর নেতৃত্বে খন্ড খন্ড আনন্দ শোভাযাত্রা দলীয় কার্যালয়ের সামনে এসে দুপুরে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়ে কেক কেটে দিবসটি পালন করে ছাত্রলীগের নেতা-কর্মী ও অতিথিবৃন্দ’রা।
এসময় উপস্থিত ছিলেন, পাবনা-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপি, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, প্রচার সম্পাদক কামিল হোসেনসহ ছাত্রলীগের নেতাকর্মী’রা।
Spread the love