পাবনায় জঙ্গীবাদ ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনায় জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত জঙ্গীবাদ ও মাদক বিরোধী সমাবেশ থেকে জঙ্গীবাদ ও মাদক রুখে দেবার প্রত্যয় ব্যাক্ত করা হয়েছে। জঙ্গীবাদ ও মাদক উন্নয়ন এবং অগ্রযাত্রার শত্রু উল্লেখ করে যার যার নিজ পরিসর থেকে তা দমন করতে সকল মহলের সহযোগিতা কামনা করা হয়েছে।
গুটিকয়েক মাদক ব্যবসায়ী ও গুটি কয়েক জঙ্গীর কারনে দেশের আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে, এটা হতে দেওয়া হবে না।
আজ মঙ্গলবার (২৭ নভেম্বর) সকালে পাবনা পুলিশ লাইন মাঠে পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতীপ্রাপ্ত) মাসুদুর রহমান ভুইয়া, পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগ, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি ইব্রাহিম খলিল প্রম ূখ।