পাবনায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সকালে জেলা জজকোর্ট প্রাঙ্গনে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন শেষে জেলা ও দায়রা জজ বজলুর রহমানের নেতৃত্বে বের হওয়া র‌্যালীতে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবু সালেহ মো. সালাউদ্দীন খান, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা পাবনার সদস্য সচিব সিনিয়র সহকারী জজ ইমতিয়াজুল ইসলামসহ আইনজীবীবৃন্দ,বিভিন্ন সামাজিক সংগঠন,এনজিও ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

র‌্যালী শেষে কোট প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠিত হয়। এছাড়াও বিকালে আলোচনা সভা হওয়ার কথা রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!