পাবনায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
মিজান তানজিল, পাবনা: “গ্রন্থগারে বই পড়ি,আলোকিত মানুষ গড়ি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পাবনায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে শহরের বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম,পাবনা প্রেস ক্লাবের সভাপতি শিবজিৎ নাগ, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, বিশিষ্ট শিক্ষাবিদ মির্জা শহিদুল ইসলাম,জেলা সরকারি গণগ্রšা’গারের সহকারী লাইব্রেরিয়ান সাজিয়া আফরিনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুারস্কার তুলে দেওয়া হয়।