পাবনায় জাতীয় পাট দিবস পালিত
মিজান তানজিল ,পাবনা : “সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ”এবারের এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পাবনায় জাতীয় পাট দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর পাবনার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শাফিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক জসিম উদ্দিন, সদ্য পদোন্নতি পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস,পাট অধিদপ্তর পাবনার মূখ্য পরিদর্শক হাজ্জাজুর রশীদ,জেলা কৃষকলীগের সভাপতি শহিদুর রহমান শহিদসহ পাটচাষী ও ব্যবসায়ী বৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের সিনিয়র জেলা তথ্য অফিসার ফরহাদ হোসেন, জেলা মৎস কর্মকর্তা আব্দুর রউফ, পাবনা পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মোশারফ হোসেন,তাহেরুল ইসলামসহ সাধারন পাটচাষী ও পাট ব্যবসায়ী বৃন্দ।