পাবনায় জাতীয় পার্টির প্রতিনিধি সভা
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা জেলা জাতীয় পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত প্রতিনিধি সভার সভাপতিত্ব করেন হায়দার আলী।
আব্দুল কাদের খাঁন কদরের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ্যাড : শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সরদার শাহজাহান, সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার, পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন সন্টুসহ অনেকে। সভায় বক্তারা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়নে সবাই কে একসাথে কাজ করার আহবান জানান।
Spread the love