পাবনায় জাতীয় ভোটার দিবস পালন
নিজস্ব প্রতিবেদক, পাবনা : “ভোটার হয়ে ভোট দেব,দেশ গড়ার অংশ নেব” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পাবনায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে সিনিয়র জেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে ও শান্তির প্রতিক পায়রা অবমুক্ত করে দিবসের সূচনা করা হয়। পরে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালী শেষে প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক কবীর মাহমুদ,স্থানীয় সরকারের উপপরিচালক আফরোজা আখতার,সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্র্তা আব্দুল লতিফ শেখ,পাবনা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান খান,যুব উন্নয়ন অধিদপ্তর পাবনার উপ-পরিচালক শরীফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ বক্তব্য দেন।পরে নতুন ভোটারদের আইডি কার্ড প্রদান করা হয়।
Spread the love