পাবনায় জাতীয় শোক দিবসে প্রথম প্রহরে শ্রদ্ধা

পাবনা প্রতিনিধি: পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ সকল শহিদের প্রতি  শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ও অন্যান্য নেতাকর্মীরা।

দিনটির প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ,সদর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
আহমদ শরীফ ডাবলুসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সকালে দলী কার্যালয়ে  আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি আয়োজন মধ্য দিয়ে দিবসটি পালন করবে জেলা আ.লীগ।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!