পাবনায় জেলা পুলিশের আন্তর্জাতিক নারী দিবস পালন

মিজান তানজিল, পাবনা : পাবনায় ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ দিবসটি উপলক্ষে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক এর উদ্যোগে ও জেলা পুলিশের আয়োজেন র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুলিশ লাইনস্ অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।সভায় অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার)গৌতম কুমার বিশ^াস’র সভাপতিত্বে বক্তব্য দেন, স্থানীয় সরকারের উপ পরিচালক সালমা খাতুন,অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আক্তার,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল )ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিৎ নাগ,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, বাংলাদেশ মহিলা পরিষদের পাবনা জেলা শাখার সাধারন সম্পাদক কামরুন্নাহার জলি,শহীদ আহমেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন প্রমুখ। এ সময় সহকারী পুলিশ সুপার ওয়াহিদা পারভীন, সহকারী পুলিশ সুপার নাসরিন সুলতানাসহ পুলিশ সদস্য, বিভিন্ন সংস্থার নারী সদস্য ও স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!