পাবনায় ঝটিকা ছফরে স্থানীয় সরকার বিভাগের পরিচালক

নিজস্ব প্রতিবেদক : পাবনায় ঝটিকা ছফরে আসেন রাজশাহী বিভাগীয় স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ জিয়াউল হক। (১৮ ফেব্রæয়ারী) বৃহঃবার দুপুরে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন তিনি। এসময় স্থানীয় সরকারের বিভাগের দেয়া বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচির নথিপত্র ও প্রকল্পের অগ্রগতী নিয়ে কথা বলেন।

পরিদর্শন কালে তিনি বলেন, বর্তমান সরকারের সকল উন্নয়নমূলক কাজ স্বচ্ছভাবে করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। গ্রামীন অস্বচ্ছল জনগোষ্টিকে সরকারের নানা প্রকল্পের আওতায় এনে তাদেরকে স্বচ্ছলতা ফিরে দিতে হবে। এর আগে তিনি পরিষদের চেয়ারম্যান, সদস্য ও পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক শাহেদ পারভেজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা আক্তার রেহেনা, ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাই, সিসিডিবি’র এরিয়া ম্যানেজার ডা: নাঈমা ইসলাম, ইউনিয়ন পরিষদ সচিব সাইদুজ্জামান, সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী আব্দুল আজিজ, ইউপি সদস্য ওমর ফারুক সহ পরিষদের নারী ও পুরুষ সদস্যরা। পরে অতিথিবৃন্দদের সমন্বয়ে পরিষদ প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপন করেন তিনি।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!