পাবনায় টাউন গালর্স হাইস্কুলে বই উৎসব
মিজান তানজিল, পাবনা: পাবনায় বই বিতরণ উৎসব শুরু হয়েছে। বুধবার সকালে জেলা শিক্ষা অফিসের আয়োজনে শহরের টাউন গালর্স হাইস্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ উৎসব এর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পাবনা সিরাজগঞ্জ মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি।
এ সময় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মতীন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য বেগম রোখসানা খানম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহজাহান মামুন,আওয়ামীলীগ নেতা আব্দুল মোমেন নান্নু, ৩নং ওয়ার্ড কমিশনার রিয়াজুল, প্রধান শিক্ষক রবিউল ইসলাম সহ সকল শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
Spread the love