পাবনায় ট্রেনের জ্বালানী তৈলসহ চোর আটক
রফিকুল ইসলাম সুইট : পাবনায় ট্রেনের জ্বালানী তেলসহ বাধন নামের এক চোরকে আটক করেছে র্যাব ১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। বুধবার রাতে ঈশ্বরদী উপজেলার বেনারশী পল্লী হতে তাকে আটক করে র্যাব।
আটককৃত মো. বাধন(৩০) ঈশ্বরদী উপজেলা ফতেহ মোহম্মদপুর এলাকার আব্দুল মতিনের ছেলে।
র্যাব পাবনা ক্যাম্প সুত্রে জানা যায়- মঙ্গলবার রাত ৯টায় র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি আভিযানিক দল পাবনা জেলার ঈশ্বরদী থানার বেনারশী পল্লী এলাকায় ইজি বাইকে করিয়া ৩ জন ব্যক্তি ট্রেনের জ্বালানী তৈল চুরি করিয়া নিয়ে যাচ্ছিল। র্যাব তাদেরকে আটক করার চেষ্ঠাকালে ২জন পালিয়ে যায় এসময় মোঃ বাঁধন কে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ৬৫০ লিটার ট্রেনের জ্বালানী তৈল, ৫ হাজার টাকা, একটি অেেটাবাইক, ২ টি তেলের জারিকেন উদ্ধার করা হয়।
উপস্থিত সাক্ষীসহ লোকজনকে জিজ্ঞাসাবাদে জানাযায় যে, উপরোক্ত ধৃত আসামীসহ পলাতক আসামীদ্বয় পরষ্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত অবৈধভাবে ট্রেনের জ¦ালানী তৈল চুরি করিয়া চোরাই তেল নিজেদের হেফাজতে রাখিয়া অবৈধ ভাবে বিক্রয় করে আসিতেছিল।
এ সংক্রান্তে পাবনা জেলার ঈশ^রদী থানায় ধৃত আসামীসহ পালাতক আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।