পাবনায় ডায়রিয়ার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত দল
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা সদর উপজেলার বলরামপুর গ্রামে খিচুরীর বিষক্রিয়ায় ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত দু’দিনে এই গ্রামের ১৫৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ৫৩ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ভয়ের কোনো কারণ নেই বলে দাবি পাবনা স্বাস্থ্য বিভাগের। একই এলাকার এতবেশি সংখ্যক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার কারণ অনুসন্ধানে ঢাকা থেকে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আই ই ডি সি আর) ৫ সদস্যের তদন্ত দল পাবনার বলরামপুর গ্রামে কাজ শুরু করেছেন।
বলরামপুর গ্রামের মরহুম ঈমান আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গত শুক্রবার (০৫ জুলাই) দোয়া মাহফিলের আয়োজন করে স্বজনরা। দোয়া মাহফিল শেষে উপস্থিত এলাকাবাসীর মাঝে তাবারক হিসেবে খিচুরী বিতরণ করা হয়। অনেকেই সেই খিচুরী বাড়িতে নিয়ে যান এবং শনিবার সকালেও সেই খিচুরী খায়। শনিবার রাত থেকে তাদের প্রথমে জ¦র পরে বমি ও পাতলা পায়খানা শুরু হয়। এরপর একে একে অসুস্থ্য রোগীদের হাসপাতালে ভর্তি করে স্বজনরা। রোববার পর্যন্ত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৯ জন থাকলেও আজ সোমবার দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুসহ ৫৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনার সিভিল সার্জন জানান, আক্রান্ত এলাকায় জীবানুমক্ত করতে ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে। একাধিক মেডিকেল টিম সার্বক্ষনিক স্বাস্থ্যসেবায় কাজ করছে। পর্যাপ্ত ওষুধ সরবরাবহ রয়েছে। নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তারা কাজ করবে জানান কর্মকর্তারা।