পাবনায় ডিপ্লোমা বেকার নার্সেস এসোসিয়েশনের মানব বন্ধন

নিজস্ব প্রতিবেদক, পাবনা : কারিগরী শিক্ষা বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের স্টুডেন্টদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে নার্সিং লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত বাতিল, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনস্থ নার্সিং শিক্ষার্থীদের কমপ্লিহেনসিভ লাইসেন্স পরীক্ষা অনতিবিলম্বে গ্রহনের দাবিতে এবং ফ্যামিলে ওয়েলফেয়ার ভিজিটরদের ডিপ্লোমা ইন মিডওয়াইফ সমমান প্রদানের দাবিতে পাবনায় মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস এসোসিয়েশন পাবনা জেলা শাখার উদ্যোগে আজ বুধবার সকালে পাবনা প্রেসক্লাবের সামনে দেড়ঘন্টাব্যাপী এই মানব বন্ধন প্রদর্শন করা হয়। এসময় বক্তব্য দেন তরিকুল ইসলাম, আম্বিয়ারা খাতুন, বিল্লাল হোসেন, রাকিবুল ইসলাম, সোহেল হাসান, আসফার হোসেন প্রমূখ। বক্তারা অবিলম্বে তাদের ন্যায় সঙ্গত দাবি মেনে নেবার আহবান জানান। অন্যথায় দাবি আদায়ের কঠোর আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যাক্ত করেন তাদের বক্তব্যে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!